শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeআরওআবারও আন্দোলন হলে সেটা হবে ভয়াবহ. . . সফর রাজ হোসেন

আবারও আন্দোলন হলে সেটা হবে ভয়াবহ. . . সফর রাজ হোসেন

প্রকাশঃ

নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় আশঙ্কার কথা জানিয়ে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও আন্দোলন হতে পারে । এবারের বিপ্লবে তেমন কিছুই হয়নি । আবারও যদি বিপ্লব হয় তা আরও ভয়াবহ হতে পারে । তিনি বলেন, এখন মানুষ আগের মতো নেই । কোথাও কিছু ঘটলে সাথে সাথে মানুষ ঘিরে ফেলে । মানুষের ভাবনা হলো আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না । আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে । মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেদিকে খেয়াল রাখতে হবে ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পুলিশের ডিআইজি (ঢাকা) এ কে এম আওলাদ হোসেন, ডিসি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত