শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeঅপরাধইউপি মেম্বার গুলিবিদ্ধ : প্রতিবাদে রায়পুরায় সড়ক অবরোধ

ইউপি মেম্বার গুলিবিদ্ধ : প্রতিবাদে রায়পুরায় সড়ক অবরোধ

প্রকাশঃ

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মোঃ কাজল মিয়াকে দুর্বৃত্তরা গুলি করে । এতে তিনি গুরুতর আহত হন । উপজেলার জাহাঙ্গীরনগর এটা খোলা মোড়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে । কাজল মেম্বারকে গুলি করার প্রতিবাদে ঘটনার পর পরই ভৈরব টু নরসিংদী সড়কে রায়পুরা আরিচা নামক আঞ্চলিক সড়কে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা ।

সূত্রমতে, সন্ধ্যায় রায়পুরার জাহাঙ্গীরনগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাজল মেম্বার । ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা মুহূর্তে ছটকে পড়ে । এতে তিনি আহত হন । মোটরসাইকেলটিতে ওই সময় দুইজন আরোহী ছিল বলে জানা গেছে । গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে রায়পুরা হাসপাতাল পরে আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার সার্থে ঢাকা প্রেরণ করা হয়েছে । তবে কি কারনে এমন ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি ।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত