শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeবিনোদনএবার অস্কারে সংগীতের লড়াইয়ে ৫ বাঙালি শিল্পী

এবার অস্কারে সংগীতের লড়াইয়ে ৫ বাঙালি শিল্পী

প্রকাশঃ

সদ্যই সুংসবাদটি জানিয়েছেন কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী। আসন্ন অস্কারের মঞ্চে তার গান রয়েছে প্রতিযোগিতায়। আপাতত শুভেচ্ছার বন্যায় বাসছেন বাংলার গায়িকা। তবে শুধু ইমন নন, বাংলার মোট পাঁচ জন সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে সামিল।

যার মধ্যে ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সংগীত পরিচালক।

এবার অস্কারে সেরা মৌলিক গানের জন্য প্রতিদ্বন্দ্বীতা করা ৮৯টি গান ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ১৪৬টি গানের ব্যালটের মধ্যে রয়েছে ‘পুতুল’ সিনেমার বাংলা গান ‘ইতি মা’ এবং ‘ব্যান্ড অফ মহারাজাস’ সিনেমার পাঞ্জাবি গান ‘ইশক ওয়ালা ডাকু’। আর এই দুটি গানের পিছনে আছেন বাংলার পাঁচজন শিল্পী। তারা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু এবং ডালিয়া মাইতি ব্যানার্জি।

ইমনের গাওয়া ইতি মা’তে সুর দিয়েছেন সায়ন। আর ইশক ওয়ালা ডাকু’র সুরকার হলেন বিক্রম ঘোষ এবং গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া মাইতি।

১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য মোট ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং।

একাডেমির সংগীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে ১৫টি গান এবং সেরা ২০টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন।

এর আগে ২০২৩ সালে তামিল গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতে ভারতীয় সংগীতকে আবারও মর্যাদা এনে দিয়েছে বিশ্বমঞ্চে। এখন দেখার বাংলার কোনো শিল্পী ফের সেই মুকুটে নতুন পালক জুড়তে পারেন কি না! আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত