শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeখেলাচীনকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ

চীনকে হারিয়ে এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ

প্রকাশঃ

থাইল্যান্ডকে বিধ্বস্ত করে গতকাল প্রথমবারের মতো যুব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। শুধু যুব পর্যায়ের নয়, যেকোনো পর্যায়ে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। এশিয়ার কত নম্বর দল হিসেবে আগামী বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে সুযোগ পেয়েছে তা আজ জানা গেছে।

এশিয়ার পঞ্চম দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ।

আজ অনূর্ধ্ব-২১ এশিয়ান কাপে চীনকে ৬-৩ ব্যবধানে হারিয়ে পঞ্চম হয় বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে না পারলেও তাই শেষটা জয় দিয়েই হলো বাংলাদেশের। ৬ ম্যাচে বাংলাদেশের ৩ জয়। আর ১ হারের বিপরীতে ড্র ২।

গ্রুপ পর্বে চীনকে হারাতে না পারলেও স্থান নির্ধারণী ম্যাচে ঠিকই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারে দাপট দেখিয়ে ৩-১ করে বাংলাদেশ। এতে ৪-২ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ।

ফিরতি কোয়ার্টারে অবশ্য এক গোল হজম করে বসে বাংলাদেশ। ৪-৩ ব্যবধানে চতুর্থ ও শেষ কোয়ার্টার খেলতে নেমে শুরুতেই গোল পায় বাংলাদেশ। শেষ দিকে আরেকটি গোল করে ৬-৩ ব্যবধানে জয় পায় যুবারা। অবশ্য এ ম্যাচে হারলেও ষষ্ঠ হয়ে বিশ্বকাপে খেলতে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত