শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeআরওঢাবি'তে বেলাব উপজেলার শিক্ষার্থীদের নেতৃত্বে সজীব-শাহরুখ

ঢাবি’তে বেলাব উপজেলার শিক্ষার্থীদের নেতৃত্বে সজীব-শাহরুখ

প্রকাশঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ‘বেলাব উপজেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তৌফিকুল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক পদে শাহরুখ খান।

গত ২৭ জানুয়ারি, সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলোচনা সভা চলার পর উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ বেলাব উপজেলা ছাত্রকল্যাণ সমিতির শীর্ষ নেতৃত্ব নির্বাচন।

এ নির্বাচনে বেলাব উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ শিক্ষার্থীরা ছিলেন ভোটার। ভোট গ্রহণ পর্ব শেষে সংগঠনের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুল আহমেদ জয়( সাবেক সাধারণ সম্পাদক) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন আহম্মেদ, রকিবুল ইসলাম (সাবেক সভাপতি), রাব্বিকুল রিয়াদ, নয়ন মিয়া। এছাড়াও অন্যান্য সেশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে তৌফিকুল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক পদে শাহরুখ খান নির্বাচিত হয়। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক পদেও ভোট হয়। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন বায়েজিদ হাসান।

নবনির্বাচিত সভাপতি তৌফিকুল ইসলাম সজীব বলেন, বিগত দিনের ব্যর্থতা আর গ্লানির অবসান ঘটিয়ে আজকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে শিক্ষার্থী বান্ধব ও প্রগতিশীল একটা সংগঠন হিসেবে সংস্কার এনে উক্ত কমিটি তে আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেলাব উপজেলার সকল শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সাধারণ সম্পাদক শাহরুখ খান বলেন, এই সংগঠনের “সাধারণ সম্পাদক’ পদে আমাকে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সংগঠন সর্বদাই আমার ভালোবাসার জায়গা। আজ এই সংগঠনের দায়িত্ব পেয়ে আমি অনেক বেশি আবেগ আপ্লুত। নিশ্চয় দায়িত্ব মহান আল্লাহর পক্ষ থেকে আসে। সততার সাথে যথাযথভাবে দায়িত্ব পালন করা মানুষের কর্তব্য। আমি যেন সেই মহান দায়িত্ব পালন করতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত