শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeফ্যাশনঢাবি লেখক ফোরামের পাঠচক্র অনুষ্ঠিত

ঢাবি লেখক ফোরামের পাঠচক্র অনুষ্ঠিত

প্রকাশঃ

গত ৩০ জানুয়ারী বুহস্পতিবার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়।

পাঠচক্রটি ডাকসুর ২য় তলায় ডাকসুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।পাঠচক্রের বিষয় বস্তু ছিলো ‘বাংলা সাহিত্যে বিশ্বাস ও সেক্যুলারিজম বিতর্ক’। পাঠচক্রের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের নিবার্হী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। পাঠচক্রটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিনা আক্তার। সঞ্চালনা করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।

শুরুতেই লেখক তার লেখক হওয়ার ইতিহাস বর্ণনা করেন। সাহিত্যে পদার্পণের ঘটনা তুলে ধরেন বিভিন্ন ভঙ্গিতে। লেখক হওয়ার আগে পাঠক হতে হয়। আর একজন পাঠককে প্রতিদিন কমপক্ষে ১০০০ পৃষ্ঠা পড়া উচিত বলে তিনি মনে করেন। সাহিত্যে বিশ্বাস ও সেক্যুলারিজম বিতর্ক নিয়ে তিনি সুন্দর ও সাবলীল ভাষায় সাহিত্যের আদ্যোপান্ত বর্ণনা করেন। ধর্মীয় বিশ্বাসের সাথে সাহিত্যের সংমিশ্রণ ও বিতর্ক তুলে ধরেন। ক্যাপিটালিজম, সেক্যুলারিজম ও ডেমোক্রেসি নিয়ে বর্তমান বিশ্বব্যবস্থা সম্পর্কে চমকপ্রদ তথ্য দেন। যা আজকের পাঠচক্রটি বুঝার পিছনে অন্যতম মাধ্যম ছিল। এরপর পাঠকদের কাছ থেকে কিছু প্রশ্ন নেওয়া হয়। যেখানে অনেকেই বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন এবং লেখক তা সুন্দর ব্যাখ্যা করে উত্তর দিয়েছেন। লেখকের মনোমুগ্ধকর সাহিত্য আড্ডায় পাঠকরা খুবই উপভোগ করেন। পাঠচক্র শেষে ফোরাম থেকে অতিথিকে উপহার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত