শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeখেলা‘ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্তিনেজের থাকা উচিত ছিল’

‘ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসির বদলে মার্তিনেজের থাকা উচিত ছিল’

প্রকাশঃ

ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বোচ্চ ৮ বার জিতেছেন লিওনেল মেসি। তবে সর্বশেষবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। আসলে জায়গা পাওয়ার মতো কিছু করেননি এবার।

তবে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও আছেন ফিফা দ্য বেস্টের ১১ জনের তালিকায়।

ইন্টার মায়ামির অধিনায়কের নাম তালিকায় থাকার পরেই বেশ আলোচনা-সমালোচনা হয়। এবার তার থাকা নিয়ে আপত্তি তুলেছেন আর্জেন্টিনারই এক ক্রীড়া সাংবাদিক এডু আগুয়ের। তার মতে, মেসির পরিবর্তে লাউতারো মার্তিনেজের জায়গা পাওয়া উচিত ছিল।

কেন মার্তিনেজের জায়গা পাওয়া উচিত ছিল তার ব্যাখ্যাও দিয়েছেন এডু।

সেটিও মেসির কথাকে সামনে এনে। মেসিই নাকি কোনো এক সময় বলেছিলেন এ বছর আর্জেন্টিনার সেরা খেলোয়াড় তিনি নন। কথাটা মিথ্যা নয়। কোপা আমেরিকা জিতলেও মেসি গোল করেছেন মাত্র একটি।

অন্যদিকে ৪ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন মার্তিনেজ।

তাই মেসির পরিবর্তে মার্তিনেজের সুযোগ পাওয়া নিয়ে টিএনটি স্পোর্টসকে এডু বলেছেন, ‘বিশ্বকাপ জিতে আমরা মেসিকে শ্রদ্ধা জানাচ্ছি। এটা লজ্জাজনক। যাদের ফুটবল নিয়ে জানাশোনা আছে তাদের জন্য অসম্মানজনক। লাউতারো মার্তিনেজ কোপা আমেরিকা জিতেছেন।

আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু ফিফার (ফিফা দ্য বেস্ট) পুরস্কারের তালিকায় সে নেই।’

ফিফা দ্য বেস্টের পুরস্কারে মেসি বাদে বাকি ১০ জন হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, রদ্রি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত