শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeরাজনীতিবাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবদের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রসচিবদের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক হয়।

প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্তে বৈঠক করেন।

বিকালে গণমাধ্যমকে বৈঠকের বিষয়ে জানাবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

এর আগে সংক্ষিপ্ত সফরে এদিন সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অণু বিভাগ) ইশরাত জাহান।

দুই নিকট প্রতিবেশী দেশের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হলো পররাষ্ট্রসচিবদের বৈঠক। বৈঠকে অংশ নিতেই বিক্রম মিশ্রির এই সফর।

গত ৫ই আগস্ট শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের চরম টানাপড়েনের মধ্যে ঢাকায় এলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত