সোমবার, ৩রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeনির্বাচনব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীগণ মাঠ ঘাট চসে...

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীগণ মাঠ ঘাট চসে বেড়াচ্ছেন । লুবিং-এ ব্যস্ত সময় পার করছেন শীর্ষ পর্যায়েও

প্রকাশঃ

।। কামাল হোসেন মাহমুদ ।।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসলে বি এন পির মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিরা মাঠ ঘাট চসে বেড়াচ্ছেন প্রতিমুহূর্ত । ভোটের মাঠে নিজ নিজ অবস্থান মজবুত করার প্রত্যয়ে দিবানিশি বিভিন্ন সভা সমাবেশ সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তারা । মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রার্থীগণ । এবার এ আসনে অতীতের যেকোনো জাতীয় নির্বাচনের চেয়েও অধিক সংখ্যক বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী । প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা বেশ জুড়েসুরেই শুরু হয়েছে, বেশ কিছুদিন ধরে তা লক্ষ্য করা যাচ্ছে । প্রার্থীগণ এলাকার পাশাপাশি ঢাকার গুলশান চেয়ারপার্সনের কার্যালয় ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ধরনা দিয়ে যাচ্ছেন । এ আসনটি নানা কারণে জেলার অন্যান্য আসন থেকে গুরুত্বপূর্ণ স্বাধীনতার আগে-পরে থেকেই । ২২টি ইউনিয়ন ও ১পৌরসভা নিয়ে এ আসনটি গঠিত । মোট ৪ লক্ষ ৬৮ হাজার প্লাস ভোট রয়েছে এ আসনে । আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে পুরোপুরি নির্বাচনী আমেজ বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার গুরুত্বপূর্ণ নবীনগরের এই আসনটিতে । প্রার্থীদের ব্যস্ততার যেন শেষ নেই । দিনরাত দম ফেলার সুযোগও নেই তাদের । এমনকি তাদের শুভাকাঙ্ক্ষী, দলীয় সমর্থক কিংবা পছন্দের নেতাকর্মীরাও যার যার অনুসারী বা পছন্দের প্রার্থীদের পক্ষেই সরাসরি কিংবা আড়ালে আবডালে কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন । প্রার্থীর তালিকায় বসন্তের কোকিলেরও দেখা মিলছে অহরহ । এই সু-সময়ের কোকিলদের পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা অন্যান্য স্থানের মত চায়ের আড্ডায়ও জমে উঠেছে । তবে আশার কথা হচ্ছে প্রার্থীদের মধ্যে তুলনামূলকভাবে দ্বন্দ্ব বিবাদ প্রকাশ্যে দু-একটি ছাড়া তেমন চোখে পড়ছে না । গণসংযোগ, প্রচারণা চলাকালে কিংবা সভা সমিতিতে বক্তব্যে আগামী দিনের কল্যাণকর নবীনগর গড়ে তোলার বাহারি রকমের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা । হাতেগোনা কয়েকজন প্রার্থী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন । প্রবীণ ও ত্যাগীদের পাশাপাশি নিতান্তই নতুন ও তরুণ প্রার্থীদেরও দেখা মিলছে মাঠে-ঘাটে । আগামী দিনে সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নবীনগরের সর্বত্রই ভেসে বেড়াচ্ছে । মাঠে বহু প্রার্থীর পদচারণা ঘটলেও জনপ্রিয়তার শীর্ষে ৩থেকে ৪জনের অবস্থান সর্বমহলেই আলোচিত হচ্ছে । তাদের মধ্যে অ্যাডভোকেট এম এ মান্নান ও নাজমুল হোসেন তাপসের সু দৃঢ় অবস্থানের কথা সর্বমহলে স্থান পাচ্ছে । এ ২জনের নেতাকর্মীদের মধ্যে অনৈক্যের সুরের প্রতিধ্বনি বাতাসে কান পাতলে শুনতে পাওয়া যাচ্ছে । অতিসম্প্রতি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি পরিচ্ছন্ন স্থানীয় নেতা মফিজুর রহমান মুকুলের উপর অতর্কিত হামলার বিষয়টি উপজেলার রাজনৈতিক আকাশে নানান সন্দেহ সংশয়ের ডানা মেলে দিচ্ছে । কাউকে চিহ্নিত করে না বললেও এ ঘটনাটি পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক বলে জানিয়েছেন গুরুতর আহত মুকুলের সহধর্মিনী । তবে এখনো প্রকৃত ঘটনা উদঘাটন করতে পারেনি পুলিশ প্রশাসন । এতে মুকুল অনুসারিরা ও শুভাকাঙ্ক্ষীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন । এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে একাধিক সময় ও স্থানে ।


আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক তুখোর ছাত্রনেতা তকদির হোসেন মোহাম্মদ জসীম, বিএনপি ভাবাপন্ন সাবেক চৌকস সেনা কর্মকর্তা মেজর জেনারেল কামরুজ্জামান, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট আব্দুল মতিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ স্থানীয় সাবেক এমপি কাজী আনোয়ার হোসেনপুত্র কাজী নাজমুল হোসেন তাপস, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েদুল হক সাঈদ, সালাহ উদ্দিন আহমেদ ভূঁইয়া শিশির, কৃষক দল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এ কে এম মামুন অর রশীদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রাজীব আহসান চৌধুরী পাপ্পু, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল বাকী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য রাজীব আহসান ভূঁইয়া, আলী আজম জালাল, নাজমুল করিম, স্থপতি আব্দুল আউয়াল, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য অধ্যাপিকা নায়লা ইসলাম ।

এ আসনে জামায়াতে ইসলামের বেশ চাঙ্গা চাঙ্গা ভাব । উল্লেখ্য জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের পৈতৃক বাড়ি এ আসনের বীরগাঁও গ্রামে অবস্থিত । জামায়াত সংঘটিত একটি শক্তি । জামায়াতের মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল বাতেন । তিনি এলাকার রাজনীতিতে খুব পরিচিত মুখ না হলেও জামায়াত তাকে নিয়ে স্বপ্ন দেখছেন ভোটের বৈতরণী সফলতার সাথে পাড়ি দেওয়ার । আব্দুল বাতেন নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ঐক্যবদ্ধ জামায়াত নেতৃবৃন্দকে সাথে নিয়ে ।

অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল কাইয়ুম ফরাজী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যদিয়ে জানান দিচ্ছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত