শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeগ্রাম শহররাজধানীতে জায়গা থাকলে ১শ তলা ভবন করা যাবে: রাজউক চেয়ারম্যান

রাজধানীতে জায়গা থাকলে ১শ তলা ভবন করা যাবে: রাজউক চেয়ারম্যান

প্রকাশঃ

ষ্টাফ রিপোর্টার

রাজধানীতে জায়গা থাকলে ১শ তলা পর্যন্ত উঁচু ভবন করার অনুমতি দেওয়া হবে বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) ।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সাথে গতকাল রাজউক সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন । রাজউক চেয়ারম্যান বলেন, বিশদঅঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করা হচ্ছে । ফ্লোর এরিয়া রেশিও বা ভবনের উঁচ্চতা (এফএআর) বাড়ানো হয়েছে । এখন যত বড় প্লট হবে তত বড় ভবন হবে । জায়গা থাকলে ১শ তলা করার অনুমতি দেওয়া হবে । তিনি আরো বলেন, রিভিউ কমিটি করা হয়েছে । সংশোধিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে । আগামী এক মাসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে । তিনি বলেন, বিধিমালা সংশোধন করা হচ্ছে । এ বিধিমেলায় জলাশয়ে ভবন করার সুযোগ নেই । ভবনের অনুমতি নিতে হলে কমপক্ষে ২০ ফুট রাস্তা থাকতে হবে । এর নিচে হলে ভবনের অনুমোদন দেওয়া হবে না । (বিদ্যমান ড্যাপে ৮ ফুট রাস্তার পাশে ভবন নির্মাণের বিধান ছিল) ।

রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে । রাজউক এলাকায় ৯৬ শতাংশ ভবন নিয়ম বহির্ভূতভাবে নির্মিত হয়েছে । এরমধ্যে অধিকাংশ ভবনে পুরনো । এছাড়া যেসব ভবন অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে এর ৯০ ভাগ কোন না কোন ত্রুটি বিচ্যুতি রয়েছে । আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । জনাব ছিদ্দিকুর রহমান সরকার বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজউকের অবস্থান জিরো টলারেন্স । ইতিমধ্যে একজন পরিচালক’সহ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে । আরো কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত