ষ্টাফ রিপোর্টার
রাজধানীতে জায়গা থাকলে ১শ তলা পর্যন্ত উঁচু ভবন করার অনুমতি দেওয়া হবে বলে জানান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) ।
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সাথে গতকাল রাজউক সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ কথা বলেন । রাজউক চেয়ারম্যান বলেন, বিশদঅঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধন করা হচ্ছে । ফ্লোর এরিয়া রেশিও বা ভবনের উঁচ্চতা (এফএআর) বাড়ানো হয়েছে । এখন যত বড় প্লট হবে তত বড় ভবন হবে । জায়গা থাকলে ১শ তলা করার অনুমতি দেওয়া হবে । তিনি আরো বলেন, রিভিউ কমিটি করা হয়েছে । সংশোধিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে । আগামী এক মাসের মধ্যে প্রজ্ঞাপন হয়ে যাবে । তিনি বলেন, বিধিমালা সংশোধন করা হচ্ছে । এ বিধিমেলায় জলাশয়ে ভবন করার সুযোগ নেই । ভবনের অনুমতি নিতে হলে কমপক্ষে ২০ ফুট রাস্তা থাকতে হবে । এর নিচে হলে ভবনের অনুমোদন দেওয়া হবে না । (বিদ্যমান ড্যাপে ৮ ফুট রাস্তার পাশে ভবন নির্মাণের বিধান ছিল) ।
রাজউক চেয়ারম্যান বলেন, ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে । রাজউক এলাকায় ৯৬ শতাংশ ভবন নিয়ম বহির্ভূতভাবে নির্মিত হয়েছে । এরমধ্যে অধিকাংশ ভবনে পুরনো । এছাড়া যেসব ভবন অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছে এর ৯০ ভাগ কোন না কোন ত্রুটি বিচ্যুতি রয়েছে । আইন ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে । জনাব ছিদ্দিকুর রহমান সরকার বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজউকের অবস্থান জিরো টলারেন্স । ইতিমধ্যে একজন পরিচালক’সহ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে । আরো কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে ।