শনিবার, ১৪ই জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeসারাদেশসাজেক থেকে ফিরছেন ৪৪০ পর্যটক

সাজেক থেকে ফিরছেন ৪৪০ পর্যটক

প্রকাশঃ

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে আটকে পড়া ৪৪০ জন পর্যটক ফিরতে শুরু করেছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাজেক থেকে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির উদ্দেশ্যে তারা ফিরতে শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলি হয়। এ জন্য সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল না করায় পর্যটকরা গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত সাজেকে অবস্থান করেন।

সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, ‘যারা গতকাল বিকালে আটকে পড়েছিলেন এবং আজ সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল, সেনা সহায়তায় দুপুর ২টার পর তারা সাজেক ছেড়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘দুই দিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকে আছেন।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় দুপুর ২টার দিকে ৪৪০ জন পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত