মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeঅপরাধবিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধের ঘটনার রহস্য উদঘাটন হয়নি । জনমনে নানান প্রশ্ন...

বিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধের ঘটনার রহস্য উদঘাটন হয়নি । জনমনে নানান প্রশ্ন । পুলিশ বলছে যথেষ্ট অগ্রগতি আছে

প্রকাশঃ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।


নবীনগর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি পরিচ্ছন্ন স্থানীয় রাজনৈতিক মফিজুর রহমান মুকুল সন্ত্রাসীদের হাতে সম্প্রতি গুলিবিদ্ধ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও অধ্যবধি পর্যন্ত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পারেনি । এমনকি রহস্যজনক কারণে এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতেও সফলতা দেখাতে পারেনি স্থানীয় পুলিশ প্রশাসন । তবে পুলিশ জানিয়েছেন হামলাকারীদের সনাক্ত করতে আমাদের আন্তরিক প্রচেষ্টার কমতি নেই । যেকোনো সময় রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবে ।


এ বিষয়ে গুরুতর আহত মুকুল এর স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে ঘটনার ৫ দিনপর একটি মামলা দায়ের করেন । ঘটনার পরদিন রুমানা আক্তার এই ঘটনাটি রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন । উক্ত হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার জন্য সর্বস্তরের জনগণের একটি চাপ রয়েছে । এলাকার জনগণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবীনগর সদর ও একাধিক ইউনিয়নে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ।

গতকাল সন্ধ্যায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম দৈনিক অর্থনীতির খবরকে বলেন ঘটনার সূত্র পাওয়া গেলেও আমরা সঠিক তদন্তের স্বার্থে প্রকাশ করছি না । ঘটনাটি আমাদের কাছে খুবই জটিল মনে হয়েছে । তাই নানান তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দ্রুত চেষ্টা করছি । মামলার যথেষ্ট অগ্রগতি আছে, বলতে পারি যেকোনো সময় অপরাধীরা আইনের আওতায় আসবে ।


এব্যাপারে মুকুলের ভাই শামীম বলেন আমাদের পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য নেই, তবে মামলার আর্জিতে যে বক্তব্য দেওয়া হয়েছে সেটাই আমাদের কথা । আশা করি পুলিশ প্রশাসন তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন । সেই সাথে পেছনের পরিকল্পনাকারীদেরকেও চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেবেন বলে আমাদের বিশ্বাস এখনো রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত