রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
গতকাল রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে কাজী বশির উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মরজাল ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপি নেত্রী প্রধান অতিথির সহধর্মিনী জান্নাতুল হক শাপলা, জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হযরত আলী, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু, কাজী আসাদুর রহমান মিলন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব,উপজেলা যুবদল সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, আমজাদ হোসেন আলতাফ, আলাউদ্দিন প্রধান, হুমায়ুন কবির ভূঁইয়া, আলকাছ উদ্দিন, মোঃ হুমায়ুন কবির প্রমুখ নেতৃবৃন্দ ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় জনাব বকুল বলেন, মেঘা মেঘা প্রকল্প বাস্তবায়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা ও তার দুর্নীতিবাজ সাঙ্গপাঙ্গরা । অরাজকতা ও দুর্নীতির মাধ্যমে দেশটাকে নর্দমা বানিয়ে ফেলেছে । বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একমাত্র পথ দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার । নিজ দলের অভ্যন্তরীণ কিছু নেতার সাম্প্রতিক বক্তব্যের জবাবে তিনি বলেন, আমার নামে তারা নানান ধরনের বিশুদ্গাররে ব্যস্ত । আমি নাকি বিগত ১৭ বছরে কোন মামলা হামলার শিকার হয়নি । আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বিগত ১৭ বছর মাঠে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ৬/৭টি মামলা হামলার শিকার হয়েছি । ওই সময় তো আপনারা বিএনপির রাজনীতি করেননি, তা জানবেন কি করে । বিগত দিনে মাঠের নেতাকর্মীদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো, ইনশাল্লাহ ।


