বুধবার, ২৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeফ্যাশনডেমরায় গুলির ঘটনায় আরও ৩জন গ্রেফতার ।। ২জন রিমান্ডে

ডেমরায় গুলির ঘটনায় আরও ৩জন গ্রেফতার ।। ২জন রিমান্ডে

প্রকাশঃ

স্টাফ রিপোর্ট ।।

রাজধানীর ডেমরা থানাধীন সম্প্রতি এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একটি সঙ্ঘবদ্ধ দুষ্কৃতী ও চাঁদাবাজ চক্র । ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৫) কে লক্ষ্য করে গুলি চালানোর সময় পথচারী মনির হোসেন (৪৭) নামক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন । আহত মনির হোসেনকে তাৎক্ষণিক মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ।
প্রকাশ গত ১০ আগস্ট সন্ধ্যায় সবুজবাগ থানার বাইগদিয়া কবরস্থানের নিকটবর্তী ও ডেমরা থানাধীন নইন্নাভিটা এলাকায় পারভেজ এর মায়ের দোয়া ফুচকা চটপটি দোকানের উত্তর পাশে এঘটনা ঘটে ।

পুলিশ ও বাদীপক্ষের সূত্রমতে, বাইগদিয়া খন্দকার বাড়ির বালুর ড্রেজার ব্যবসায়ী ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের নিকট ৫/৬ মাস যাবত ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো একটি দুষ্কৃতী ও চাঁদাবাজ চক্র । দাবীকৃত টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানালে তারা ক্ষুব্ধ হয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন । ঘটনার স্থান ও সময়ে জাহাঙ্গীর আলমকে বসাবস্থায় লক্ষ্য করে গুলি করতে থাকে । এ সময় জাহাঙ্গীর আলম পার্শ্ববর্তী জলাশয়ে লাফিয়ে পড়লে তিনি প্রাণে বেঁচে গেলেও পথচারী মনির হোসেন দুষ্কৃতিকারীদের গুলিতে মারাত্মক আহত হন । এ ঘটনায় পরদিন জাহাঙ্গীর আলম বাদী হয়ে (১) শরফুদ্দিন আলম হীরা, পিতা তোফাজ্জল হোসেন, (২) ফিরোজ প্রিতামৃত মাইনুদ্দিন এবং অজ্ঞাত আরো ৪জন দুষ্কৃতিকারীকে ৩২৬, ৩৬০, ৩৮৫,৫০৬ ধারায় পেনাল কোড ১৮৬০ চাঁদাদাবী করতঃ হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর যখমের অপরাধে মামলাটি রুজু হয় । মামলা নং ১০, তাং ১১/ ৮ /২৫ । ঘটনার পরপর শরফুদ্দিন হীরা গ্রেপ্তার হয়ে ২দিন রিমান্ডে ছিলেন । পরবর্তীতে ২ নং আসামি ফিরোজ গ্রেফতার ও তার দেয়া তথ্যমতে তার মোটরসাইকেল জব্দ করে এবং একদিন রিমান্ডে নেওয়া হয়। দীর্ঘদিন আসামিদের বিষয়ে তদন্তের ফলশ্রুতিতে শামীম ও সোহেল ৩/৪ দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হন । এবং সাকিবকে শুন এরেস্ট দেখানো হয় ।

এ বিষয়ে মামলার বাদী মোঃ জাহাঙ্গীর আলম এ প্রতিবেদককে বলেন, এত বড় একটা ঘটনা ঘটে গেলো । পরপর ৫জন গ্রেফতার হয়েছে । আমি আশা করি আমার পরিবার ও আমার জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশের আরো শক্ত ও আন্তরিক ভূমিকা নিবেন । মামলার তদন্তকারী কর্মকর্তা রাজিব দাস সনেট বলেন, হীরা ও ফিরোজ থেকে বেশ কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে, তা যাচাই-বাছাই করে দেখছি । কিছুদিন পূর্বে শামীম ও নামের আরো ২জনকে পরবর্তীতে সাকিব নামে আরো ১ জনকে শুন এরেস্ট দেখানো হয়েছে । আমার বদলীর অর্ডার হয়েছে । আমার স্থলে এক দু দিনের মধ্যে নতুন দায়িত্ব নেবেন । তিনি আরো আন্তরিক হয়ে মামলাটি ড্রিল করবেন বলে আশা করি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত