মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

spot_img
Homeঅপরাধরায়পুরায় জমি নিয়ে বিরোধ ।। ২ভাইকে হত্যা করলো চাচা

রায়পুরায় জমি নিয়ে বিরোধ ।। ২ভাইকে হত্যা করলো চাচা

প্রকাশঃ

নরসিংদী প্রতিনিধি ।


জেলার রায়পুরা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আপন ২ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচা ।
গত শনিবার দুপুরবেলা রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে । নিহতরা হলেন চরসুবুদ্ধি এলাকার প্রয়াত আবু তাহেরপুত্র হুরন আলী (৪১) ও শাকিল (২০) ।
স্থানীয় সূত্রমতে, আউয়াল মিয়ার সাথে দীর্ঘসময় ধরে হুরন আলী ও শাকিলদর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এমনকি গতকাল একপর্যায়ে কথা কাটাকাটিতে পর্যন্ত গড়ায় । এমতাবস্থায় আউয়াল ও তার ছেলে শিপন সহ ১০-১২ জন নিয়ে হুরণ আলী ও শাকিলদের উপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে । আহতাবস্থায় এ দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন । সদর হাসপাতালের ডাক্তার ফরিদা গুলশানারা কবির বলেন আহত দুজনকে তাদের স্বজনেরা আমাদের হাসপাতালে নিয়ে আসেলে আমরা এ দুজনকে মৃত অবস্থায় পেয়েছি ।


এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার অর্থনীতির খবরকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি । বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে । ঘটনার বিস্তারিত করে জানানো যাবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই বিভাগের আরও সংবাদ
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত